শনিবার (০১ ফেব্রুয়ারি) উত্তর সিটির বিভিন্ন কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা যায়।
ডিএনসিসির এক নম্বর ওয়ার্ডের আই.ই.এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, বিএনপি প্রার্থীর কোনো এজেন্ট নেই।
এ কেন্দ্রের অনেক কক্ষে প্রায় ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো ভোটই পড়েনি বলে অভিযোগ পাওয়া গেছে। এ কেন্দ্রেরই ভোটার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
শুধু এ কেন্দ্রই নয়, উত্তর নগরের কাওলা, উত্তরখান, আশকোনা, উত্তরাসহ কয়েকটি এলাকার ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ধানের শীষের এজেন্ট নেই।
আই.ই.এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার শাহানারা আক্তার বাংলানিউজকে বলেন, ধানের শীষের এজেন্ট আমার কক্ষে নেই। কেউ আসেওনি কেন্দ্রে। তবে নৌকার প্রার্থীদের এজেন্ট রয়েছে সব কক্ষেই।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
টিএম/টিএ