ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটের দিন সাধারণ যানবাহন চলাচল নিষিদ্ধ করায় ঢাকার রাজপথগুলো হয়ে পড়েছে অচেনা। শুধু নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত বাহন এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো চলছে।
রাজপথ ফাঁকা থাকায় শিশু-কিশোররা ব্যাট-বল নিয়ে যেন উৎসবে নেমে পড়েছে। আর তাদের উন্মাদনা দেখছে এলাকার লোকজন।
শনিবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর জুরাইন নতুন রাস্তার বেশ কয়েক জায়গায় কিশোরদের ক্রিকেট খেলতে দেখা গেছে। মোহন নামে এক কিশোর জানায়, রাস্তা ফাঁকা তাই ক্রিকেট খেলছি। বেশ আনন্দ হচ্ছে।
ব্যস্ত এলাকা মতিঝিলের সড়কে দেখা গেছে শুধু রিকশা। বাহনটি চড়ে ভোটাররা কেন্দ্রে আসছেন। তবে বেশির ভাগ স্থানে অলস সময় কাটাতে দেখা গেছে রিকশা চালকদেরও।
কমলাপুর বিআরটিসি বাস ডিপো কেন্দ্রের সামনে রিকশা চালক আউয়াল বাংলানিউজকে বলেন, সকাল থেকে কোনো ভাড়া মারতে পারিনি। তবে যারা ভাড়া পাচ্ছেন, তারা অতিরিক্ত ভাড়াও নিচ্ছেন।
ভোটের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সাধারণ যানবাহন বন্ধ থাকবে। আর মোটরসাইকেল চলাচল শুরু হবে ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায়।
তবে ভোটের দিন পুরো নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকায় সাধারণ মানুষের তেমন ভোগান্তি হচ্ছে না।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এমআইএইচ/টিএ