শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মিরপুর ১ নম্বর পাইক পাড়া স্টাফ কোয়ার্টার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
শহীদুর রহমান এনা বলেন, শনিবার সকাল সাড়ে ৮টায় আমার নিার্বচনী এলাকার ৩০টি কেন্দ্র থেকে আমাদের পোলিং সব এজেন্টকে বের করে দেওয়া হয়।
এনা আরও বলেন, দুপুর ১২টায় আমার বাসার সামনে যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা করে। এতে আমিসহ আমার ছোট ভাই শফিউর রহমান ও ৩ কর্মী গুরুতর আহত হন। আশংঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রিজাইডিং অফিসারকে এ ঘটনা জানালেও তারা কোনো ব্যবস্থা নেননি।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এমএমআই/এইচজে