ভোটগ্রহণ শেষে শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন ভবনে তার দফতরে এক লিখিত বক্তব্যে ঢাকা দুই সিটি নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মাহবুব তালুকদার বলেন, ‘আমি বেলা সাড়ে ১১টায় মগবাজারের ইস্পাহানী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিয়েছি।
‘আমি সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত মোট ১২টি কেন্দ্র পরিদর্শন করি। এই ১২টি কেন্দ্রে আমি সরকারি দল সমর্থিত মেয়রপ্রার্থী ছাড়া আর কোনো মেয়রপ্রার্থীর এজেন্ট দেখতে পাইনি। সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ কেন্দ্রগুলোতে প্রায় ১০ শতাংশ ভোট পড়েছে-বলে যোগ করেন তিনি’
এ নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে দৃশ্য দেখা গেছে, তাতে আমি মর্মাহত। আচরণবিধি ভঙ্গের বিষয়ে ব্যবস্থা না নিলে আচরণবিধি থাকা না থাকায় কোনো পার্থক্য থাকে না।
তিনি বলেন, ‘ইভিএম ব্যবহারে এ নির্বাচনে সবচেয়ে বড় অর্জন হচ্ছে এতে কোনো কেন্দ্রে শতভাগ ভোট পড়েনি এবং নির্বাচনের আগের রাতে ব্যালটবাক্স ভর্তি করার সুযোগ ছিল না। রাতে ব্যালট পেপারে বাক্সভর্তি ও কেন্দ্রে শতভাগ ভোট পড়ার অপবাদ থেকে আমরা মুক্ত। ’
তিনি আরও বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ শতাংশের নিচে ভোট পড়েছে। তাতে কি ফলাফলে কিছু আসে যায়?
তিনি বলেন, নির্বাচন খুবই শান্তিপূর্ণ হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কোনো মারামারি বা রক্তক্ষয় হয়নি। ভোটের মাঠে একপক্ষ ব্যতিত অন্য পক্ষগুলোকে দেখা যায়নি। ভোটের মাঠে অন্যপক্ষগুলোর অনুপস্থিতির কারণ আমার অজ্ঞাত।
মাহবুব তালুকদার এর আগে সংবাদ সম্মেলন করে ৫০শতাংশের কম ভোট পড়লে ব্যালট পেপারে পুনরায় ভোটগ্রহণের দাবি তুলেছিলেন।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
ইইউডি/ওএইচ/