ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান এ তথ্য জানান।
তিনি জানিয়েছেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ৪২ লাখ ৪০ হাজার ৮২ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ২৯ লাখ ৯ হাজার ৫৬১ জন আর ২৬ লাখ ৬৯ হাজার ১০৯ জন মহিলা ভোটার। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার হয়েছেন ৩৬০ জন।
সব মিলিয়ে এখন দেশে ভোটার সংখ্যা দাঁড়ালো ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০ জন ও নারী ভোটার ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছেন ৩৬০ জন ভোটার।
প্রায় এক বছর ধরে ভোটার তালিকা হালনাগাদ শেষে ২ মার্চ সারাদেশে উপজেলাগুলোতে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
ইইউডি/এমএ