এরমধ্যে আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচন। আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচন।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ বিষয়ে বলেন, করোনা ভাইরাসের কারণে নির্বাচন স্থগিত রাখা বা পেছানোর কোনো সিদ্ধান্ত নেই। এমনকি এ নিয়ে কোনো আলোচনাও হয়নি।
সম্প্রতি করোনা ভাইরাস বাংলাদেশে চলে আসার পর বিশেষজ্ঞ ডাক্তার এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জনসমাগম এড়িয়ে চলতে। কেননা, এই ভাইরাস হাঁচি, কাঁশি, করমর্দন থেকে ছড়ায়।
এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত কোনো কোনো দেশে জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
ইইউডি/টিএ