ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা-১০ আসনের ভোট: আইনশৃঙ্খলা বৈঠক শনিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
ঢাকা-১০ আসনের ভোট: আইনশৃঙ্খলা বৈঠক শনিবার

ঢাকা: ঢাকা-১০ আসনের আসন্ন উপ-নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে করণীয় ঠিক করতে শনিবার (১৪ মার্চ) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নির্ধারণ করা হবে ভোটের মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কত সংখ্যক সদস্য মোতায়েন থাকবে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, আগামী ১৪ মার্চ ঢাকা-১০ আসনের আইনশৃঙ্খলা বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসি সূত্র জানিয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এ উপ-নির্বাচনেও বিভিন্ন বাহিনীর ফোর্স মোতায়েন করা হবে।

ওই নির্বাচনে পুলিশ, অঙ্গীভূত আনসার, ব্যাটালিন আনসার নিয়ে কেন্দ্র প্রতি গড়ে ১৫ জনের ফোর্স ভোটকেন্দ্রে নিয়োজিত ছিল।

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। এক্ষেত্রে অন্যান্য নির্বাচনের মতো ইভিএম পরিচালনায় সশস্ত্র বাহিনীর কারিগরি সহায়তা নেওয়া হবে না।

আগামী ২১ মার্চ এ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলামকে ‘নৌকা’, বিএনপি প্রার্থী শেখ রবিউল আলমকে ‘ধানের শীর্ষ’, জাতীয় পার্টির মো. শাহজাহানকে ‘লাঙ্গল’, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরীর হাতে ‘ডাব’, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী ‘হারিকেন’ এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) আব্দুর রহীম ‘বাঘ’ প্রতীক নিয়ে ভোটের মাঠে প্রচারনা চালাচ্ছেন।

আরও পড়ুন>> করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন নয় ইসি

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
ইইউডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।