ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়কে সিদ্ধান্তটি কার্যকর করার জন্য নির্দেশনা পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে- ভোটগ্রহণের দিন অর্থাৎ আগামী ২৯ মার্চ দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।
আতিয়ার রহমান বলেন, মহানগরীর ভোটাররা যাতে ভোট দিতে পারেন, সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, এ নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম। এছাড়াও কাউন্সিলর পদে ২ শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।
২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করেছিল ইসি। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
ইইউডি/এএ