ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ইসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ইসির

ঢাকা: কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করলো বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৭ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা, জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাৎ হোসেন চৌধুরী কেক কাটেন।

এর আগে সিইসি কেএম নূরুল হুদা বলেন, সারা দুনিয়াজুড়ে করোনা ভাইরাসের যে বিস্তার শুরু হয়েছে, সেই বাস্তবতার আলোকে এবং জনসমাগম এড়াতে ইসির পূর্ব নির্ধারিত আলোচনা সভা, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিল বাদ দিতে হয়েছে।

এ সময় ইসি সচিব মো. আলমগীর, যুগ্ম সচিব মো. আবুল কাসেম, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলামসহ ইসির কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
ইইউডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।