ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

১৩ কেন্দ্র ঘুরেও ভোটার পাননি বিএনপি প্রার্থী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
১৩ কেন্দ্র ঘুরেও ভোটার পাননি বিএনপি প্রার্থী

ঢাকা: করোনা আতঙ্কের মধ্যেই শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। কিন্তু প্রথম দুই ঘণ্টায় ১৩টি কেন্দ্রে ঘুরেও কোনো ভোটারের দেখা পাননি বলে অভিযোগ করেছেন ঢাকা-১০ উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি। 

শনিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রবিউল আলম বলেন, প্রথম দুই-আড়াই ঘণ্টায় আমি ১৩টি কেন্দ্র ঘুরেছি, ভোটারের উপস্থিতি নাই।

যুবলীগ, ছাত্রলীগ কেন্দ্র দখল করে আছে।  

‘একটি কেন্দ্রে আওয়ামী লীগের এজেন্ট ৬ জন, অথচ সেখানেও ভোট পড়েছে মাত্র ১টি। কাউকে এজেন্ট হতে হলে তো তাকে ওই কেন্দ্রের ভোটার হতে হয়, তাহলে কী আওয়ামী লীগের এজেন্টরাও ভোটার নন? এ বাদেও ওই কেন্দ্রের ভেতরে আওয়ামী লীগের অন্তত ২৫ জনকে দেখলাম।

করোনা ভাইরাস আতঙ্ক ও ভোটগ্রহণ প্রসঙ্গে রবিউল আলম বলেন, করোনা ভাইরাস নয়, ভোট ব্যবস্থাপনার জন্য ভোটাররা কেন্দ্রে আসছেন না। ভোটব্যবস্থা নিয়ে মানুষ আতঙ্কে আছে। গত নির্বাচনে ৭ ভাগ ভোট পড়েছে, অথচ দেখানো হয়েছে ২৫ ভাগ। এবার ০.১ ভাগও কাউন্ট করা যাবে না।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এমএইচ/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।