ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বগুড়া-১ আসনের ভোটে টাকা ছড়ানোর অভিযোগ, আটক ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
বগুড়া-১ আসনের ভোটে টাকা ছড়ানোর অভিযোগ, আটক ৫

বগুড়া: বগুড়া-১ আসনের (সোনাতলা-সারিয়াকান্দি) উপ-নির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর ভোট প্রচারণায় টাকা ছড়ানোর অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কুদরত-ই খোদা শুভ।  

তিনি জানান, রোববার (১২ জুলাই) দিনগত রাত ২টার দিকে সোনাতলা উপজেলা এলাকার একটি ক্লিনিকের সামনে থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- রোহান, ইন্তেজার, ফারদিন বিন রশিদ, মিকানুল ইসলাম ও জামাল হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সোনাতলায় ট্রাক প্রতীকের সতন্ত্র প্রার্থীর ভোট প্রচারণায় টাকা ছড়ানো হচ্ছে। তখন সেখানে দ্রুত পুলিশের একটি টিম পৌঁছায় এবং একটি মাইক্রোবাস জব্দ করে। সেইসঙ্গে গাড়িতে থাকা চালকসহ পাঁচজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সাত লাখ টাকা, ট্রাক প্রতীকের পোস্টার ও হ্যান্ডবিল উদ্ধার করা হয়।

শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কুদরত-ই খোদা শুভ বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
কেইউএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।