ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপ-নির্বাচন: কুমিল্লার আদ্রা ইউপিতে আ.লীগ প্রার্থী বিজয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
উপ-নির্বাচন: কুমিল্লার আদ্রা ইউপিতে আ.লীগ প্রার্থী বিজয়ী

কুমিল্লা: কুমিল্লার বরুড়া উপজেলার ১৩ নম্বর আদ্রা ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল করিম ১১ হাজার ৬৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) মো. সেলিম পেয়েছেন ৮৭৮ ভোট, বিএনপি সমর্থিত (ধানের শীষ প্রতীক) মো. পারভেজ হোসেন পেয়েছেন ৬৬৭ ভোট।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করেন বরুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম।

এর আগে সকাল ৮টা থেকে ইউনিয়নের নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত।

এদিকে ভোট গ্রহণ চলাকালে কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে আনারস প্রতীকের বিএনপির কর্মী মনিরের ওপর হামলার ঘটনা ঘটে। পরে বিভিন্ন অভিযোগে বিএনপির প্রার্থী পারভেজ হোসেন ভোট বর্জনের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।