ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিলেটে ২ ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থীর জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
সিলেটে ২ ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থীর জয় আব্দুল আলিম তুহিন ও কবির উদ্দিন আহমদ

সিলেট: সিলেটের দুই উপজেলার দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
 
এরমধ্যে সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ বিজয়ী হয়েছেন।

এছাড়া জেলার গোলাপগঞ্জ উপজেলার লাক্ষ্মীপাশা ইউনিয়নে উপ-নির্বাচনে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম তুহিন নির্বাচিত হয়েছেন।
 
মঙ্গলবার (২০ অক্টোবর) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দফতর থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
 
সাদিপুর ইউনিয়নে ২১ হাজার ৮৮৩ জন ভোটারের মধ্যে ১৪ হাজার ৯৮৫ জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৯৮টি ভোট বাতিল হয়। নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কবির উদ্দিন আহমদ ৮ হাজার ৭০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
 
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য কমিউনিটি নেতা গোলাম কিবরিয়া পেয়েছে ৩ হাজার ১২৯ ভোট। ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রব আল মামুন পেয়েছেন ২ হাজার ৯৪৮ ভোট। আনারস প্রতীকে অপর স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ পেয়েছেন ১০৭ ভোট।
 
উপ-নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার, ওসমানীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু লায়েশ দুলাল এ তথ্য নিশ্চিত করে বলেন, দিনব্যাপী শান্তিপূর্ণভাবে নির্বাচন সস্পন্ন হয়েছে।

চলতি বছরের ১৩ জুলাই হৃদরোগে আক্রান্ত সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মৃত্যুবরণ করেন। ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
  
এদিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম তুহিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে ৮৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট হচ্ছে ৩ হাজার ২২৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহতাব উদ্দিন জেবুল (আনারস) পেয়েছেন ৩ হাজার ১৩৮ ভোট। এ ইউনিয়নে নৌকার প্রার্থী মাহমুদ হোসেন পেয়েছেন ২ হাজার ৮৬৮ ভোট ও ধানের শীষের প্রার্থী আফজাল হোসেন পেয়েছেন ১ হাজার ৪২২ ভোট।
 
উপ-নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান বলেন, এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৯১১ জন। এদেরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৯ শত ৪৪ আর নারী ভোটার ৮ হাজার ৯ শত ৬৭ জন।
 
বাংলাদেশ সময়: ০২২৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
এনইউ/ডিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।