ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচন: ৩৫ কেন্দ্রে নৌকা ৪১২০৬, ধানের শীষ ৪৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচন: ৩৫ কেন্দ্রে নৌকা ৪১২০৬, ধানের শীষ ৪৮

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে ৩৫টি কেন্দ্রের ফলাফলে ৪১ হাজার ২০৬ ভোট পেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে আছে নৌকা। বিপরীতে ধানের শীষ প্রতীক পেয়েছে ৪৮ ভোট।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী এ ফলাফল ঘোষণা করেন।  

তিনি বলেন, এ উপজেলার ১১৩টি কেন্দ্রের মধ্যে ৩৫টি কেন্দ্রের ফলাফল যোগ করা হয়েছে। বাকিগুলোর ফলাফল অল্প সময়ের মধ্যেই পাওয়া যাবে।

এর আগে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিরাজগঞ্জ-১ নির্বাচনী আসনের ১৭১টি কেন্দ্রে একযোগে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।