ঢাকা: ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে শতকরা ১৪ দশমিক ১৮ শতাংশ ভোট পড়েছে। এ আসনে ৫ লাখ ৭৭ হাজার ১১৬ জন ভোটারের মধ্যে মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮১ হাজার ৮১৮ জন ভোটার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেসরকারিভাবে ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য দেখা যায়।
ঘোষিত বেসরকারি ফলাফলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। তিনি পেয়েছেন ৭৫ হাজার ৮২০ ভোট। আর বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট।
প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর চেয়ে ৭০ হাজার ৪৫১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হলেন হাবিব হাসান।
ঢাকা জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মনির হোসাইন খান বলেন, এই নির্বাচনে শতকরা ১৪ দশমিক ১৮ শতাংশ ভোট পড়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা -১৮ সংসদীয় আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
টিএম/এএ