ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বড়থলীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক ইউপি সদস্য নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
বড়থলীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক ইউপি সদস্য নির্বাচিত

রাঙামাটি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বাছাই পর্ব শেষে দেখা যায়, অক্যিয়ামং মারমা নামে এক ইউপি সদস্য পদ প্রার্থী ছাড়া এ নির্বাচনে ইউনিয়নটির ৩ নম্বর ওয়ার্ডে অন্য কোনো প্রার্থী নেই।

ফলে তিনিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

বিকেলে মনোনয়নপত্র বাছাই পর্ব শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা নির্বাচনী অফিস থেকে জানা গেছে, ১৭ নভেম্বর মনোনয়নপত্র বাছাই পর্বের কাজ শেষ হয়েছে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সত্যচন্দ্র ত্রিপুরা, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আতুমং মারমা, ফিলিপ ত্রিপুরা ও লাতু উ মার্মাসহ চারজন চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন।

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ছয়জন ও সাধারণ সদস্য পদে ২৩ জন সদস্য পদপ্রার্থী রয়েছেন। নির্বাচন অফিস থেকে মোট ৩৫টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে দু’টি মনোননয়নপত্র জমা পড়েনি।

আগামী ২৩ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৪ নভেম্বর প্রার্থীদের  প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বড়থলী ইউনিয়ন পরিষদের নির্বাচন  । বড়থলী ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২০১৬। এর মধ্যে পুরুষ ভোটার ১০১৫ জন ও নারী ভোটার ১০০১ জন।

বড়থলীর নয়টি ভোট কেন্দ্রে ব্যালট পেপারে ভোট হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুল ইসলাম রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

বিলাইছড়ি উপজেলার নবগঠিত ৪ নম্বর বড়থলী ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচন ২০১৫ সালের ২৬ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।