গাইবান্ধা: গাইবান্ধার নবগঠিত পলাশবাড়ী পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থীর বিরুদ্ধে অংশ গ্রহণ ও গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় পলাশবাড়ী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লবকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা দলীয় প্যাডে স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা বাংলানিউজকে জানান, গোলাম সরোয়ার প্রধান বিপ্লব গঠনতন্ত্রের বিরোধী কাজ করায় কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক তাকে পলাশবাড়ী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আগামী ১০ ডিসেম্বর পলাশবাড়ী উপজেলায় পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গোলাম সরোয়ার প্রধান বিপ্লব পৌরশহরের জামালপুর গ্রামের মুক্তিযোদ্ধা সাকোয়াজ্জামান প্রধান বাবুর প্রথম পুত্র। সাকোয়াজ্জামান বিলুপ্ত পলাশবাড়ী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ বার বিজয়ী হন। কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণার পর গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের বসতবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। সীমানা জটিলতার কারণে পলাশবাড়ী, বরিশাল, কিশোরগাড়ী ইউনিয়নের দেড় যুগেরও বেশি সময় ধরে নির্বাচন বন্ধ থাকে। ভোটাধিকার ফিরিয়ে আনতে গঠিত ভোটাধিকার বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
এনটি