ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

দাগনভূঞা পৌর নির্বাচনের আ.লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
দাগনভূঞা পৌর নির্বাচনের আ.লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত 

ফেনী: ফেনীর দাগনভূঞা পৌরসভার অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ওমর ফারুক খান।

অপরদিকে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন।

গতবারের নির্বাচনেও তারা দু’জনই নৌকা-ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থী হিসেবে গত দুইবারের মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওমর ফারুক খানকে চূড়ান্ত করা হয়। বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে পৌরমেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে কাজী সাইফুর রহমান স্বপনের নাম নিশ্চিত করা হয়।

এর আগে তৃণমূলের ভোটাভুটি অনুযায়ী জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ওমর ফারুক খানা ছাড়াও পৌর আওয়ামীলীগ সভাপতি খায়েজ আহম্মদ ও সাবেক ছাত্রলীগ নেতা নুর ইসলামের নাম কেন্দ্রে প্রস্তাব করা হয়।

আগামী ১৬ জানুয়ারি দাগনভূঞা পৌরসভায় ভোট হবে। ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ঘোষিত তফসিল অনুযায়ী ২০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে, মনোনয়নপত্র বাছাই হবে ২২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।