ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

খাগড়াছড়ি পৌরনির্বাচনে আ.লীগ-বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
খাগড়াছড়ি পৌরনির্বাচনে আ.লীগ-বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

খাগড়াছড়ি: উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রাজু আহমেদের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী।

এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সঙ্গে ছিলেন।

এর আগে বিএনপির মনোনীত প্রার্থী ইব্রাহিম খলিল দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও বিকেলে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র রফিকুল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।