ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

শায়েস্তাগঞ্জে ৩ মেয়র প্রার্থীর সমর্থককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
শায়েস্তাগঞ্জে ৩ মেয়র প্রার্থীর সমর্থককে জরিমানা প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল ও রাত ৮টার পর উচ্চস্বরে মাইক ব্যবহার করায় তিন মেয়র প্রার্থীর সমর্থককে জরিমানা করা হয়েছে।
 
বুধবার (২৩ ডিসেম্বর) রাতে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম তাদের এ জরিমানা করেন।

 

এরা হলেন- আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ছালেক মিয়ার (নারিকেল গাছ) সমর্থক মোশাররফ হোসেন সাহেদ, বিএনপি মনোনীত এমএফ আহমেদ অলির (ধানের শীষ) সমর্থক আকিকুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী ফজল তালুকদারের (চামচ) সমর্থক বশির আহমেদ।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বাংলানিউজকে জানিয়েছেন, নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে মিছিল করায় নারিকেল গাছ প্রতীকের সমর্থক মোশাররফ হোসেন ও ধানের শীষ প্রতীকের সমর্থক আকিকুর রহমানকে ৩ হাজার করে এবং রাত ৮টার পর উচ্চস্বরে মাইক ব্যবহারের জন্য চামচ প্রতীকের সমর্থক বশির আহমেদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
 আগামী ২৮ ডিসেম্বর ইভিএম পদ্ধতিতে শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় ভোটার সংখ্যা ১৮ হাজার ৩৫ জন। নির্বাচনে ৬ জন মেয়র প্রার্থী, ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী অংশ নিচ্ছেন।
 
বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।