ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মাধবদীতে বিএনপি প্রার্থীর ভোট বর্জন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
মাধবদীতে বিএনপি প্রার্থীর ভোট বর্জন 

নরসিংদী: ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন আনু।  

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মাধবদী শহরের আলগী এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

সম্মেলনে আনোয়ার হোসেন আনু অভিযোগ করে বলেন, ভোট মো‌টেও সুষ্ঠুভা‌বে হ‌চ্ছে না। কেন্দ্রে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়ার নিয়ম শিখিয়ে দেওয়ার কথা বলে ভোট দিয়ে দিচ্ছে। ভোটের গোপন বক্সে স্বচ্ছ কাপড় ব্যবহার করা হয়েছে। ভোটাররা কাকে ভোট দিচ্ছে তা দেখা যাচ্ছে।  যার ফলে ভোটাররা ভোট দিতে ভয় পাচ্ছেন। আর সব কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এ অবস্থায় নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া কোনো বিকল্প নেই।

বাংলাদেশ  সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।