ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রেজাউল করিমের প্রার্থিতা স্থগিত করলো জাপা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
রেজাউল করিমের প্রার্থিতা স্থগিত করলো জাপা

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৭-টাঙ্গাইল-৮ আসনে প্রার্থী হিসেবে মো. রেজাউল করিমের নামে যে চিঠি ইস্যু করা হয়েছিল তার কার্যক্রম পরিচালনা স্থগিত করেছে জাতীয় পার্টি (জাপা)।

বুধবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



এতে বলা হয়, গত ২৭ জুলাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৭-টাঙ্গাইল-৮ জাতীয় পার্টির সম্ভব্য প্রার্থী হিসেবে মো. রেজাউল করিমের নামে যে চিঠি ইস্যু করা হয়েছিল তার কার্যকারিতা স্থগিত করা হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি পাটির গঠনতন্ত্রের ২০/১/১ক ধারার প্রদত্ত ক্ষমতাবলে উপরোল্লেখিত ইস্যুকৃত চিঠির কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। এ আদেশ ইতোমধ্যেই কার্যকর করা হয়েছে। পুনরায় লিখিত সাংগঠনিক নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।