ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

শ্রীনগরে চেয়ারম্যানসহ ১৩ জনের মনোনয়নপত্র বাতিল

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
শ্রীনগরে চেয়ারম্যানসহ ১৩ জনের মনোনয়নপত্র বাতিল

কেরানীগঞ্জ (ঢাকা): শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নের মনোনয়নপত্র বাছাই হয়েছে। চেয়ারম্যান পদে জমা হওয়া ৬১ জনের মনোনয়নপত্রের মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

সংরক্ষিত নারী সদস্য পদে ১২৬ জনের মধ্যে একজন ও সাধারণ সদস্য পদে ৪৩৯ জনের মধ্যে নয়জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।  

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় শ্রীনগর উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চেয়ারম্যান পদে রাঢ়িখাল ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোকাজ্জল হোসেন খান, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. মামুন মিয়া ও বীরতারা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী গাজী শহিদুল্লাহ কামাল ঝিলুর প্রার্থিতা বাতিল হয়েছে।

সংরক্ষিত নারী পদে শ্যামসিদ্ধি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী বানুর প্রার্থিতা বাতিল হয়েছে।

সাধারণ সদস্য পদে রাঢ়িখাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. সোবেল, ৪ নম্বর ওয়ার্ডের মো. পলাশ খান, কোলাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. মাহবুব মিয়া, কুকুটিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. রফিকুল ইসলাম মিয়া, শ্যামসিদ্ধি ২ নম্বর ওয়ার্ডের মো. মামুন, আটপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আকবর খান, ভাগ্যকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাজ্জাদ হোসেন, পাটাভোগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাসুম বিল্লাহ সুজন ও তন্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সামসুল আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

নির্বাচনের তফসিল অনুসারে মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৩ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ২৪-২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ১১ নভেম্বর ভোট হবে।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।