ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাতির ঠেলা গাড়িতে চড়ে ভোট কেন্দ্রে দাদী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
নাতির ঠেলা গাড়িতে চড়ে ভোট কেন্দ্রে দাদী ভোট দিতে দাদীকে নিয়ে যাচ্ছে নাতি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোট চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি।

প্রতিটি কেন্দ্রেই উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত। বয়স্করাও আসছেন ভোট দিতে।

রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নাতি জালা মিয়ার ঠেলা গাড়িতে করে ভোট দিতে আসেন ৮০ বছরের বৃদ্ধা ছালেহা বেগম।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে কেন্দ্রে এমন দৃশ্য দেখা যায়।

এ ঘটনায় জালা মিয়া বাংলানিউজকে বলেন, দাদী অসুস্থ হওয়ায় বাড়ি থেকে ঠেলা গাড়িতে করে কেন্দ্রে নিয়ে আসি।

ভোট দেওয়ার অনুভুতি জানতে চাইলে বৃদ্ধা ছালেহা বেগম বাংলানিউজকে বলেন, জীবনের প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে নিজের মূল্যবান ভোটটি পছন্দের প্রার্থীকে দিতে পেরে ভাল লেগেছে।

ব্রাহ্মণবাড়িয়া হাওর বেষ্টিত নাসিরনগর উপজেলার বেশির ভাগ ইউনিয়নে কাঁচা ও আধাপাকা সড়ক হওয়ায় ভোটাররা দূর দূরান্ত থেকে পায়ে হেটে ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।