ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বান্দরবানের লামা-নাইক্ষ্যংছড়ির ৯ ইউপিতে নৌকার জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
বান্দরবানের লামা-নাইক্ষ্যংছড়ির ৯ ইউপিতে নৌকার জয়

বান্দরবান: কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে বান্দরবানের লামা উপজেলার ৭ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ইউনিয়নেই আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

এ নির্বাচনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। এদিকে লামা সদর ইউনিয়নের কয়েকটি কেন্দ্র এবং রুপসী পাড়া ইউনিয়নের কেন্দ্রে ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকরা নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের  আসার পথে বাধা সৃষ্টি করে। পরবর্তীতে পুলিশ, র‌্যাব ও বিজিবি গিয়ে তাদের উত্তেজিত ভোটারদের কবল থেকে উদ্ধার করে।

লামা ইউপি নির্বাচনের ফলাফল সংগ্রহ ঘোষণা কেন্দ্রের প্রদত্ত তথ্য অনুযায়ী জানা যায়, ১নং গজালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়মীলীগ মনোনীত প্রার্থী বাথোয়াইচিং মার্মা নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৭৪৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. বাবুল হোসেন মোটরসাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ৮৪৭ ভোট।

 

২নং লামা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়মীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিন্টু কুমার সেন নৌকা প্রতীক নিয়ে ২ হাজার ৬৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আক্তার কামাল মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১হাজার ৬৪৫ ভোট।

 

৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. নুরুল হোসাইন নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৪২ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. জাকের হোসেন মজুমদার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮৯৪ ভোট।

 

৪নং আজিজনগর ই্উনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. জসিম উদ্দিন নৌকা প্রতীক নিয়ে  ৩ হাজার ৭১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী রশিদ আহমদ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫৬২ ভোট।

 

৫নং সরই ই্উনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ ইদ্রিছ নৌকা প্রতীক নিয়ে ৯ কেন্দ্রের মধ্যে ৮ কেন্দ্রের প্রাপ্ত ফলে পেয়েছেন ৪ হাজার ৪৬১ভোট , একই সমান কেন্দ্রে তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. আবু হানিফ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২০৭ ভোট।


 

৬ নং রুপসী পাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ছাচিং প্রু মার্মা নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৪৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি , তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৮৫ ভোট।

৭ নং ফাইতং ই্উনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. ওমর ফারুক নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৩২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলিল চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫১৫ ভোট।
ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।