ঢাকা, শনিবার, ১৬ চৈত্র ১৪৩০, ৩০ মার্চ ২০২৪, ১৯ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

নিকলীতে ৬টিতে আ'লীগ, ১টিতে স্বতন্ত্র বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
নিকলীতে ৬টিতে আ'লীগ, ১টিতে স্বতন্ত্র বিজয়ী ...

কিশোরগঞ্জ: তৃতীয় ধাপে কিশোরগঞ্জের নিকলী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ছয়জন প্রার্থী ও স্বতন্ত্র একজন প্রার্থী বিজয়ী হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) রাতে ভোট গণনা শেষে স্থানীয়ভাবে এসব ফলাফল জানা যায়।

 এর আগে রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।

চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিজয়ীরা হলেন নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নে মোহাম্মদ আলী, কারপাশা ইউনিয়নে তাকি আমান খান, নিকলী সদর ইউনিয়নে কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, জারইতলা ইউনিয়নে আজমল হোসেন আফরোজ, গুরুই ইউনিয়নে মো. তোতা মিয়া ও ছাতিরচর ইউনিয়নে শামসুজ্জামান চৌধুরী (ইয়ারখাঁন চৌধুরী)।

নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন (মোটরসাইকেল প্রতীক) বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।