ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাসিকের ভোট ১৬ জানুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
নাসিকের ভোট ১৬ জানুয়ারি

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচন আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে ৯১তম কমিশন সভায় ভোটের সিদ্ধান্ত হয়।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ ডিসেম্বর। ২০ ডিসেম্বর বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। ভোটগ্রহণ ১৬ জানুয়ারি।  পৌরসভাগুলো-নােয়াখালী, বাগাতীপাড়া (নাটোর), ঝিকরগাছা (যশাের), বাঁশখালী (চট্টগ্রাম) ও নাটোর পৌরসভা।

২০১১ সালে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর এটি হচ্ছে তৃতীয় নির্বাচন। প্রথমবার ৯টি ওয়ার্ডে ইভিএমে, বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয়। ২০১৬ সালে সব কেন্দ্রে ব্যালট পেপারে এবং এবার ভোট হবে ইভিএমে।

প্রথমবার নির্দলীয় প্রতীকে ভোট হয় এ সিটিতে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন চালুর পর এটি দ্বিতীয় নির্বাচন হতে যাচ্ছে। একই তফসিলে টাঙ্গাইল-৭ আসনের উপ নির্বাচন ও ৫ পৌরসভায় ভোট হবেও ইভিএমে।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।