ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাসিক ভোট:  মনোনয়নপত্র নিয়েছেন ১৫৮ প্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
নাসিক ভোট:  মনোনয়নপত্র নিয়েছেন ১৫৮ প্রার্থী

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে এ পর্যন্ত ১৫৮ প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।

বুধবার (৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান।

তিনি বলেন, এখন পর্যন্ত সিটি নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১২৩ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।  

নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ইতোমধ্যে তৎপরতা শুরু করে দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার বিকেলে প্রচার সামগ্রীও অপসারণ শুরু করেছে মাঠ প্রশাসন।

গত ৩০ নভেম্বর এই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।  

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে আগামী ১৬ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ০৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।