ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাতক্ষীরায় ৩ ইউপিতে নৌকা, ৭টিতে স্বতন্ত্ররা জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
সাতক্ষীরায় ৩ ইউপিতে নৌকা, ৭টিতে স্বতন্ত্ররা জয়ী

সাতক্ষীরা: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাতক্ষীরার ১০টি ইউনিয়নের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ ও ৭ টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে অসীম কুমার মৃধা, নুরনগর ইউনিয়নে বখতিয়ার আহমেদ ও তালা উপজেলার কুমিরা ইউনিয়নে শেখ আজিজুল ইসলাম।

অপরদিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিজয়ীরা হলেন- শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে গাজী আনিছুজ্জামান আনিচ (আওয়ামী লীগের বিদ্রোহী) , কৈখালীতে আব্দুর রহিম, গাবুরায় জিএম মাসুদুল আলম (বিএনপি নেতা), বুড়িগোয়ালীনি ইউনিয়নে  হাজী নজরুল ইসলাম (জামায়াত নেতা), রমজাননগরে শেখ আল মামুন (আওয়ামী লীগের বিদ্রোহী), পদ্মপুকুরে মজাদুল ইসলাম (বিএনপি নেতা) ও আটুলিয়া ইউনিয়নে আবু সালেহ (আওয়ামী লীগের বিদ্রোহী)।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ২৬ ডিসেম্বর ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।