ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

জানালা ভেঙে পালালেন নৌকার প্রার্থী!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
জানালা ভেঙে পালালেন নৌকার প্রার্থী!

সাভার: সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভবানীপুর ভোটকেন্দ্রে জাল ভোট ও সিল মারতে বাধা দেওয়ায় এক প্রিজাইডিং অফিসারকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছিলেন নৌকার সমর্থকরা। এ কারণে ওই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত ছিল।

পরে ওই কেন্দ্রে নৌকার চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সুজনকে অবরুদ্ধ করে ফেলেন ভোটাররা। পরে তিনি জানালা ভেঙে পালান।  

বুধবার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তার কর্মী ইসরাফিলসহ সমর্থক নিয়ে বিকেল ৩টার দিকে ওই ভোটকেন্দ্রে প্রবেশ করেন। তখন তারা জোর করে সিল মারতে চাইলে প্রিজাইডিং অফিসার নজরুল ইসলাম বাধা দেন। তখন প্রিজাইডিং অফিসারের নাকে ও মাথায় ঘুষি মেরে রক্তাক্ত করেন নৌকার সমর্থকরা। বিষয়টি জানাজানি হলে, চেয়ারম্যানসহ তার কর্মী-সমর্থককে অবরুদ্ধ করে রাখেন ভোটাররা। অবস্থা বেগতিক হলে, জানালা ভেঙে পালিয়ে যান তারা।

আহত প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নৌকার চেয়ারম্যান প্রার্থী সুজন বলেন, ‘আমি কেন্দ্র পরিদর্শন করতে গিয়েছিলাম। সেখানে প্রতিপক্ষ প্রার্থীদের লোকজন আমার ওপর হামলা করতে আসে। আমি পালিয়েছি প্রিজাইডিং অফিসারের রুমে। পরে ওই রুমের দরজা ভেঙে ফেলার উপক্রম হলে আমার এক ছোট ভাইয়ের সাহায্যে জানালার গ্রিল দুইটা ভেঙে আমি কোনোমতে বেরিয়ে এসেছি। ’

সাভার মডেল থানায় বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস বলেন, ‘কেন্দ্রে ঝামেলার কথা শুনে আমি এসেছি। এখানে পরিস্থিতি অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেবো। ’

ইউনিয়নের রিটার্নিং অফিসার জিল্লুর রহমান রাশেদ বলেন, ওই কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আহত প্রিজাইডিং অফিসারকে আমরা চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যালে পাঠিয়েছি।

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।