ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ময়মনসিংহের ১৫ ইউপিতে নৌকা ৮, স্বতন্ত্র ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
ময়মনসিংহের ১৫ ইউপিতে নৌকা ৮, স্বতন্ত্র ৭

ময়মনসিংহ: পঞ্চম ধাপে ময়মনসিংহের গফরগাঁও এবং নান্দাইল উপজেলার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে গফরগাঁওয়ের ১৫ ইউনিয়নের মধ‍্যে ১১টিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 

বাকি চার ইউনিয়নে চেয়ারম্যার পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার নান্দাইল উপজেলায় ১১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর মধ‍্য নান্দাইল উপজেলার ১১ ইউনিয়নের ৫টি ইউনিয়নে নৌকা এবং ৬টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে।  

অপরদিকে গফরগাঁওয়ের ৪ ইউনিয়নের মধ‍্যে ৩টিতে নৌকা ও একটিকে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন।  

বুধবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তারা এসব ফলাফল ঘোষণা করেন।

এ বিষয়ে নান্দাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নান্দাইলের ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬টিতে নৌকা ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন।

তারা হলেন- মোয়াজ্জেমপুরে মোছা. তাসলিমা আক্তার (নৌকা), নান্দাইলে মোশাররফ হোসেন কাজল (আনারস), চন্ডিপাশায় মো. শাহাব উদ্দিন ভুইয়া (মোটরসাইকেল), গাঙ্গাইলে মো. আসাদুজ্জামান (আনারস), রাজগাতীতে মো. ইফতেখার মমতাজ (আনারস), মুশুলীতে মো. ইফতেখার উদ্দিন ভুইয়া (নৌকা), সিংরইলে মো. সাইফুল ইসলাম (মোটরসাইকেল), আচারগাঁওয়ে মো. রফিকুল ইসলাম রেনু (আনারস), শেরপুরে মোয়াজ্জেম হোসেন মিল্টন ভুইয়া (নৌকা), খারুয়ায় মো. কামরুল হাসনাত ভুইয়া (নৌকা), জাহাঙ্গীরপুরে মো. কামাল উদ্দিন (নৌকা)।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, গফরগাঁওয়ের ১৫ ইউনিয়নের ১১টিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়। অপর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়৷ ওই চার ইউনিয়নের ৩টিতে নৌকা একটিকে স্বতন্ত্রপ্রার্থী জয়লাভ করেন।

নির্বাচিতরা হলেন- নিগুয়ারীতে মো. তাজুল ইসলাম (নৌকা), টাংগাবরে মো. মোফাজ্জল হোসেন (নৌকা), মশাখালী ইউপি মোস্তফা কামাল খান (নৌকা) ও রসুলপুর ইউপি সাবেক চেয়ারম্যান মঈনুল হক (চশমা)।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।