ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাভারে ১১ ইউপির ৯ টিতেই নৌকার জয়

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
সাভারে ১১ ইউপির ৯ টিতেই নৌকার জয়

সাভার (ঢাকা): বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপে সাভার উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নয়টিতে জয়লাভ করেছেন নৌকার প্রার্থীরা। অন্য দুই ইউনিয়নে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা ফখর উদ্দিন শিকদার এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

নির্বাচিত নৌকার প্রার্থীরা হলেন- সাভার সদর ইউপির সোহেল রানা (নৌকা), আশুলিয়া ইউপির শাহাবুদ্দিন মাদবর (নৌকা), শিমুলিয়া ইউপির এবিএম আজহারুল ইসলাম সুরুজ (নৌকা), পাথালিয়া ইউপির পারভেজ দেওয়ান (নৌকা), ইয়ারপুর ইউপির সৈয়দ আহমদ ভূঁইয়া (নৌকা), ভাকুর্তা ইউপির লিয়াকত হোসেন (নৌকা), আমিন বাজার ইউপির রকিব আহমেদ (নৌকা)।

অন্য দুই স্বতন্ত্র নির্বাচিত প্রার্থী হলেন- বিরুলিয়া ইউপির সেলিম মণ্ডল (আনারস), কাউন্দিয়া ইউপির সাইফুল আলম খান (ঘোড়া)।

এছাড়া তেঁতুলঝোড়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফখরুল আলম সমর।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।