ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নড়িয়ায় পরাজিত মেম্বার প্রার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
নড়িয়ায় পরাজিত মেম্বার প্রার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাত নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল মালেক মালতকে (৫৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার নওপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক মালতের বাড়ি আজিজুল হক মুন্সীকান্দি গ্রামে। তিনি মোরগ প্রতীক নিয়ে ভোটে পরাজিত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপে বুধবার ভোটে হারার পরদিন বৃহস্পতিবার সকালে আব্দুল মালেক নওপাড়া বাজারে গেলে তার চাচাতো ভাই আরেক পরাজিত প্রার্থী টিউবওয়েল প্রতীকের দেলোয়ার হোসেন তাকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেন। এ অবস্থায় স্থানীয়রা আব্দুল মালেককে উদ্ধার করে পাশের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নওপাড়া ইউপির সাত নম্বর ওয়ার্ডের নির্বাচনে আপন দুই চাচাতো ভাই আব্দুল মালেক মালত ও দেলোয়ার হোসেন মেম্বার প্রার্থী ছিলেন। ওই ওয়ার্ডে চারজন মেম্বার প্রার্থী ছিলেন। তাদের মধ্যে বিজয়ী হয়েছেন তাফাজ্জেল তপদার।

এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর বলেন, নওপাড়ার আব্দুল মালেক মালত ও দেলোয়ার হোসেন দু’জনই পরাজিত হয়েছেন। এ নিয়ে বুধবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। সকালে আব্দুল মালেক বাজারে গেলে ওই ঝগড়ার জেরে তাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করেন দেলোয়ার। এতে মারা যান আব্দুল মালেক মালত। এ ঘটনায় জড়িতদের আটক করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।