কুমিল্লা: চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ষষ্ঠধাপের ভোটগ্রহণ। কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর ইউনিয়নের আকাব্বারের নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মজিবুর রহমান জানান, এ কেন্দ্রে মোট ভোটার দুই হাজার দুইজন। এখানে এবারই প্রথম ইভিএম মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ইভিএম সম্পর্কে ভোটারদের স্বচ্ছ ধারণা না থাকায় ভোটগ্রহণে বিলম্ব হচ্ছে।
এদিকে ভোটগ্রহণে ধীরগতি থাকায় ক্লান্ত হয়ে মাঠে বসে পড়েছেন বেশ কিছু ভোটার। পুরুষ ভোটারের পাশাপাশি কিছু নারী ভোটারকেও বিদ্যালয় মাঠে ঘাসের ওপর বসে থাকতে দেখা গেছে। সেখানে বসে বসেই সিরিয়াল ধরেছেন তারা! সেখানে গল্প করে সময় কাটাচ্ছেন ভোটাররা।
আবদুল হালিম নামে এক ভোটার জানান, কেন্দ্রে এসেছি একঘণ্টার বেশি হলো। যে ধীরগতি, তাতে ভোট দিতে আরও দুই ঘণ্টা লেগে যাবে। তাই বসে আছি।
বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
এসআইএস