ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটকেন্দ্রে যাওয়ার পথে প্রার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
ভোটকেন্দ্রে যাওয়ার পথে প্রার্থীর মৃত্যু

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাচনে ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী নকুল চন্দ্র দাস মারা গেছেন।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে মারা যান তিনি।

নকুল চন্দ্রের ছেলে স্বপন জানান, বাবা নিয়ামতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুরু থেকেই ভোটের মাঠে প্রচার-প্রচারণায় সরব ছিলেন তিনি। সকালে ব্যাটারিচালিত ভ্যানে চড়ে ভোটকেন্দ্রে যাচ্ছিলেন। হঠাৎ বুকে ব্যথা উঠলে পথেই তার মৃত্যু হয়।

নওগাঁ জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোটের দিন সকালে কেন্দ্রে যাওয়ার পথে ভ্যানে ওঠার সময় বুকে ব্যথা উঠে পথেই মারা যান নকুল চন্দ্র। তিনি কিছুটা অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। যথারিতি ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।