ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিলেটে ১৫ ইউপির ৮টিতে চেয়ারম্যান আ.লীগের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
সিলেটে ১৫ ইউপির ৮টিতে চেয়ারম্যান আ.লীগের

সিলেট: ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেট জেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ৮টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্য ৭টির মধ্যে ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও ৪টিতে বিএনপির (স্বতন্ত্র) প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

 

সোমবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে গণনা শেষে ভোটের ফলাফলে তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তারা।

ভোটের ফলাফলে সিলেটের ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ হয়। তন্মধ্যে ৫টিতে আওয়ামী লীগ, ২টিতে দলের বিদ্রোহী ও একটিতে বিএনপি (স্বতন্ত্র) প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

ইউনিয়নগুলোর মধ্যে উমরপুরে আওয়ামী লীগের মো. গোলাম কিবরিয়া নৌকা প্রতীকে ৪ হাজার ২২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আব্দুল হাকিম পেয়েছেন ৪ হাজার ২২৬ ভোট।

সাদিপুরে আওয়ামী লীগের সাহেদ আহমেদ (নৌকা) ৮ হাজার ৬৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র গোলাম কিবরিয়া (ঘোড়া) ৫ হাজার ৫৬৯ ভোট পেয়েছেন।  

পশ্চিম পৈলনপুরে আওয়ামী লীগের বিদ্রোহী গোলাম রব্বানী চৌধুরী (আনারস) ২ হাজার ৪৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত হান্নান মিয়া (নৌকা) ২ হাজার ৪৬৮ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে মাত্র ১১ ভোটে হেরেছেন তিনি।

বুরুঙ্গাবাজারে আওয়ামী লীগের আখলাকুর রহমান (নৌকা) ৩ হাজার ৪৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মোজাহিদ আহমদ (আনারস) ২০০১ ভোট পেয়েছেন।

গোয়ালাবাজার ইউপিতে আওয়ামী লীগের পীর মজনু (নৌকা) ৬ হাজার ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আতাউর রহমান মানিক (ঘোড়া) ৪ হাজার ৭৬৪ ভোট পেয়েছেন।

তাজপুরে আওয়ামী লীগের বিদ্রোহী অরুনোদয় পাল ঝলক (আনারস) ৮ হাজার ৩৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ফয়ছল হোসেন সুমন নৌকা প্রতীকে ৩ হাজার ৬৬১ ভোট পেয়েছেন।  

দয়ামীরে স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে বিএনপি নেতা এসটিএম ফখর উদ্দিন (মোটরসাইকেল) ৫ হাজার ৩০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র নুর উদ্দিন আহমদ নুনু (আনারস) প্রতীকে ৫ হাজার ২১৫ ভোট পেয়েছেন। আর ৫ প্রার্থীর মধ্যে নৌকা মার্কায় আওয়ামী লীগের প্রার্থী মো. হিরণ মিয়া তৃতীয় সর্বোচ্চ ৩ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন।

উছমানপুরে আওয়ামী লীগের ওয়ালী উল্লাহ বদরুল (নৌকা) ৬ হাজার ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আব্দুল্লাহ মিসবাহ (মোটরসাইকেল) ৩ হাজার ৮০৫ ভোট পেয়েছেন।  

দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো. অলিউর রহমান অলি (আনারস) ৬ হাজার ৭৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মো. আতিকুর রহমান (নৌকা) ৪ হাজার ২১৫ ভোট পেয়েছেন।

এ উপজেলার কামালবাজার ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী একরামুল হক। তিনি আনারস প্রতীকে ২ হাজার ৬৭৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. আব্দুর রব (নৌকা) ১ হাজার ৮৫২ ভোট পেয়েছেন।

বিশ্বনাথের খাজাঞ্চিতে আওয়ামী লীগের প্রার্থী আরশ আলী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৭ হাজার ১০০টি। আর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তালুকদার গিয়াস উদ্দিন (আনারস) ৪ হাজার ২৮৩ ভোট পেয়েছেন। এ উপজেলার লামাকাজি ইউনিয়নে বিএনপির কবীর হোসেন ধলা মিয়া (চশমা) ৬ হাজার ২৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. ফয়ছল আহমদ নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬১১ ভোট।  

গোয়াইনঘাটের পূর্ব আলীরগাঁও ইউনিয়নে নৌকা প্রতীকে আওয়ামী লীগের নজরুল ইসলাম ৫ হাজার ৪৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আহমদ আলী (মোটরসাইকেল) ২ হাজার ৭৭১ ভোট পেয়েছেন।  

উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের গোলাম কিবরিয়া হেলাল বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৪ হাজার ৬১৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুস শুক্কুর (ঘোড়া) ২ হাজার ৩১৩ ভোট পেয়েছেন।  

অপরদিকে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিমপুর ইউনিয়নে নৌকাকে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জিয়াদ আলী। মোটরসাইকেল প্রতীকে তিনি ৫ হাজার ৩১৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত আলকাছ আলী নৌকা প্রতীকে ৪ হাজার ৩৫৪ ভোট পেয়েছেন।

সোমবার ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের সবকটি ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।