ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সরিষাবাড়ীতে আ.লীগের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
সরিষাবাড়ীতে আ.লীগের জয়

জামালপুর: সরিষাবাড়ীর পিংনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক হাজী নজরুল ইসলাম ১৪ হাজার ৭৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোতাহার হোসেন পেয়েছেন ২৮০ ভোট।

সরিষবাড়ী উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মকসুদ আলম এ তথ্য দেন।

সরিষাবাড়ীর পিংনা ইউনিয়নে চারজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে তিনজন বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়ায় একমাত্র নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ ডা. মো. নজরুল ইসলাম জয় পায়।

এছাড়া সাধারণ (পুরুষ) সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত (নারী) সদস্য পদে প্রার্থী  ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ইউনিয়নের ১০টি কেন্দ্র ও ৭৩টি বুথে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৮৭১ জন।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।