ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নবাবগঞ্জে ১৪ ইউপির সবকটিতেই নৌকার জয়

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
নবাবগঞ্জে ১৪ ইউপির সবকটিতেই নৌকার জয়

নবাবগঞ্জ (ঢাকা): ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়নের ১৪টিতেই আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জয় পেয়েছে।  

বিজয়ী প্রার্থীরা হলেন, শিকারীপাড়া ইউনিয়নে আলীমোর রহমান পিয়ারা, বারুয়াখালী ইউনিয়নে এম এ বারী বাবুল, কলাকোপা ইউনিয়নে মো. ইব্রাহীম খলিল, বক্সনগর ইউনিয়নে মো. আব্দুল ওয়াদুদ মিয়া, বাহ্রা ইউনিয়নে মো. সাফিল উদ্দিন মিয়া, শোল্লা ইউনিয়নে মিজানুর রহমান ভূঁইয়া, যন্ত্রাইল ইউনিয়নে এ কে এম মনিরুজ্জামান, নয়নশ্রী ইউনিয়নে

মো. পলাশ চৌধুরী, গালিমপুর ইউনিয়নে মো. আজিজুর রহমান ভূঁইয়া, আগলা ইউনিয়নে শিরিন চৌধুরী, বান্দুরা ইউনিয়নে হুমায়ূন কবির,  কৈলাইল ইউনিয়নে বশির আহমেদ, জয়কৃষ্ণপুর ইউনিয়নে রেশমা আক্তার এবং চুড়াইন ইউনিয়নে মো. আব্দুল জলিল।

সোমবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে নবাবগঞ্জ পাইলট উচ্চ বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হল রোমে বেসরকারি ভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।