ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভালুকা-ফুলপুরে ২১ ইউপির ১৫টিতে নৌকা, স্বতন্ত্র ৬ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
ভালুকা-ফুলপুরে ২১ ইউপির ১৫টিতে নৌকা, স্বতন্ত্র ৬ 

ময়মনসিংহ: ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ময়মনসিংহের ভালুকা ও ফুলপুর উপজেলার ২১ ইউপির ১৫টিতে নৌকা ও ৬টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

সোমবার (৩১ জানুয়ারি) রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

 

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন বাংলানিউজকে জানান, ইউপি নির্বাচনে ভালুকার ১১ ইউনিয়নের ১০টিতে নৌকা ও ১টিতে স্বতন্ত্রপ্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ভালুকায় নির্বাচিতরা হলেন- উথুরা ইউনিয়নে মো. নূরুল ইসলাম (নৌকা), মেদুয়ারীতে জেসমিন নাহার রাণী (নৌকা), ভরাডোবায় শাহ আলম তরফদার (নৌকা), ধীতপুরে লুৎফর রহমান খান সারফুল (নৌকা), ভালুকায় সিহাব আমীন খান (নৌকা), মল্লিকবাড়িতে এসএম আকরাম হোসাইন (নৌকা), ডাকাতিয়ায় হারুনূর রশিদ (নৌকা), কাচিনায় মুশফিকুর রহমান লিটন, হবিরবাড়িতে তোফায়েল আহম্মেদ বাচ্চু (নৌকা), রাজৈতে নূরুল ইসলাম বাদশা (নৌকা) এবং বিরুনিয়াতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শামসুল আলম (আনারস)।

ফুলপুর ইউএনও শীতেশ চন্দ্র সরকার জানান, ফুলপুরের ১০ ইউনিয়নের ৫টিতে নৌকা ও ৫টিতে স্বতন্ত্রপ্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

ফুলপুরে নির্বাচিতরা হলেন- রূপসী ইউনিয়নে শাহ সুলতান চৌধুরী (নৌকা), বালিয়া ইউনিয়নে মো. দেলোয়ার মোজাহিদ সরকার (নৌকা), ছনধরা ইউনিয়নে মো. আবুল কালাম আজাদ (নৌকা), ভাইটকান্দি ইউনিয়নে আলাল উদ্দিন আহমেদ (নৌকা), সিংহেশ্বর ইউনিয়নে মো. শাহ আলী (নৌকা), রামভদ্রপুর ইউনিয়নে মো. রোকনুজ্জামান (আনারস), ফুলপুর ইউনিয়নে মো. রেজাউল হক ফকির রাসেল (আনারস), পয়ারী ইউনিয়নে মো. মফিজুল ইসলাম (আনারস), বওলা ইউনিয়নে মো. মাহবুব আলম ডালিম (আনারস), রহিমগঞ্জ ইউনিয়নে একরাম হোসেন চৌধুরী পান্না (ঘোড়া)।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।