সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলার সাতটি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের পরাজয় (ভরাডুবি) হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭টি ইউনিয়নের ৭১টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।
উপজেলার ৭টি ইউনিয়নে বেসরকারি ভাবে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বাদাঘাট ইউনিয়নে নিজাম উদ্দিন (ঘোড়া) প্রতীকে আ.লীগ বিদ্রোহী ১১৫০৭টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আফতাব উদ্দিন (আনারস) প্রতীকে ১১১৬০ভোট পেয়েছেন।
বালিজুরী ইউনিয়নে আজাদ হোসেন ( আনারস) প্রতীকে ৬হাজার ১শ ৬২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগ প্রার্থী মো.আতাউর রহমান নৌকা প্রতিকে ৪ হাজার ৪শ০১ ভোট পেয়েছেন।
দক্ষিণ বড়দল ইউনিয়নে ইউনুছ মিয়া(মোটর সাইকেল) প্রতীকে ৫২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ আলম (চশমা) প্রতীকে ২৫১৪ ভোট পেয়েছেন।
তাহিরপুর সদর ইউনিয়নে জুনাব আলী বিএনপি বিদ্রোহী (ঘোড়া) প্রতীকে ৩হাজার ১শ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান বোরহান উদ্দিন (চশমা) প্রতীকে ৩ হাজার ৭৬ ভোট পেয়েছেন।
উত্তর বড়দল ইউনিয়নে মাসুক মিয়া (ঘোড়া) প্রতীকে ৭ হাজার ৭শ ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল উদ্দিন নৌকা প্রতীকে ৫ হাজার ৯শ ২৪ ভোট পেয়েছেন ।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আলী আহমদ মুরাদ (ঢোল) প্রতীকে ৩ হাজার ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসিন রেজা মানিক (আনারস) প্রতীকে ২ হাজার ২শ ৯৮ ভোট পেয়েছেন।
উত্তর শ্রীপুর ইউনিয়নে আলী হায়দার (চশমা) প্রতীকে ৬ হাজার ৮শ ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল খায়ের (নৌকা) প্রতীকে ৬ হাজার ২শ ৭ ভোট পেয়েছেন।
প্রতিটি ইউনিয়নের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বেসরকারি ভাবে বিজয়ীদের ফলাফল নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
এনএইচআর