ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

মেহেরপুর পৌরসভায় প্রার্থী তৃতীয় লিঙ্গের সিমা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মে ২৭, ২০২২
মেহেরপুর পৌরসভায় প্রার্থী তৃতীয় লিঙ্গের সিমা  সিমা চৌধুরী

মেহেরপুর: মেহেরপুর পৌরসভার  ৩ নং (৭,৮,৯) ওয়ার্ডের সংরক্ষিত সদস্য প্রার্থী হয়েছেন তৃতীয় লিঙ্গের সিমা চৌধুরী।

পছন্দের প্রতীক গোলাপ ফুল হাতে পেয়ে সিমা বলেন, আমি জনগণের সুখ দুঃখ আর ভালোবাসা শেয়ার করতে চাই।

 তাদের পাশে থেকে সেবা করতে চাই। আপনারা আমাকে ভোট দেবেন। দোয়া করবেন আমি যেন দেশ ও দশের সেবা করতে পারি।

এই ওয়াডের অন্য দুজন নারী প্রার্থী হলেন হামিদা ও রোকসানা খাতুন।  

মেহেরপুর পৌরসভায় এই প্রথম একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিয়েছেন। এতে ভোটারদের মধ্যেও দেখা দিয়েছে বাড়তি উৎসাহ। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী ওই প্রার্থী।  

স্থানীয়রা জানান, মানুষের বিপদে-আপদে পাশে থেকেছেন। মানুষ হিসেবে ভালো হওয়ায় অনেকেরই পছন্দ তাকে।  
শান্তিপূর্ণভাবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে পছন্দের প্রার্থী বাছাইয়ের সুযোগ চান ভোটাররা।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মে ২৭, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।