ঢাকা: সম্প্রতি অনুষ্ঠিত ১৩৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ট্রাইব্যুনাল গঠন করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যে কোনো অভিযোগের প্রতিকার চেয়ে যে কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি মামলা দায়ের করতে পারবেন।
ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. শাহীনুর আক্তারের ২৬ জুন স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
এতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট জেলার সিনিয়র সহকারী জজের সমন্বয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল, আর যুগ্ম জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে। ট্রাইব্যুনাল অভিযোগ দায়েরের ১৮০ দিনের মধ্যে বিরোধ নিষ্পত্তি করবেন।
কেউ ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্ট না হলে রায় দেওয়ার ৩০ দিনের মধ্যে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। আপিল দায়েরের ১৮০ দিনের মধ্যে বিরোধ নিষ্পত্তি করবেন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল।
গত ১৫ জুন দেশের ১৩৫ টি ইউপিতে নবম ধাপের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ২৭, ২০২২
ইইউডি/এমজেএফ