ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

তিন ইউপি নির্বাচন স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জুন ২৮, ২০২২
তিন ইউপি নির্বাচন স্থগিত

ঢাকা: আগামী ২৭ জুলাই অনুষ্ঠেয় তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন স্থগিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান নির্দেশনাটি রিটার্নিং কর্মকর্তাকে পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, হাইকোর্টের ২৯ মে দেওয়া একটি রিট পিটিশনের রায়ের নির্দেশনা প্রতিপালন এবং পরবর্তী আইনগত জটিলতা পরিহারের লক্ষ্যে ২৭ জুলাই অনুষ্ঠেয় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলাধীন রায়পুর, রামনাথপুর ও পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

ওই সিদ্ধান্ত অনুসারে গণবিজ্ঞপ্তি জারিসহ পদ্ধতিগতভাবে কার্যক্রম নিতে নির্দেশ দিয়েছে ইসি।

২৭ জুলাই দোহার, পাঁচবিবি ও ক্ষেতলাল পৌরসভা নির্বাচন, ২৩ ইউনিয়ন পরিষদ নির্বাচন ও শৈলকূপা উপজেলার চেয়ারম্যান পদে উপ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

তফসিল অনুযায়ী এসব নির্বাচনের মনোনয়নপত্র জমার দেওয়ার শেষ সময় ছিল মঙ্গলবার ২৮ জুন, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩০ জুন এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৭ জুলাই।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জুন ২৮, ২০২২
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।