ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

বাউফলের আলোচিত সেই ইউপিতে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
বাউফলের আলোচিত সেই ইউপিতে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী জয়ী

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলার ৯ নম্বর নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম মহসিন জয়ী হয়েছে।  

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকের ইব্রাহিম ফারুকের চেয়ে ৬৫ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন মহসিন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।  

মোট ভোটারের ৫২ দশমিক ৫৪ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে চশমা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৮৬৯, নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৮০৪ ও ইসলামী শাসনতন্ত্রের প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১২৫৩ ভোট।

এদিকে ভোটগ্রহণ শেষে নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণার পর পুলিশের ওপর হামলা করছে দুর্বৃত্তরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এছাড়াও সকালে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মাইনুল ইসলাম নামে এক ভোটারকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি নাজিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলে নৌকা প্রতীক নিয়ে আমির হোসেন বেপারি বিজয়ী হন। পরে শপথ নেওয়ার আগেই ১২ ফেব্রুয়ারি হ্রদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপর ২৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জেলা আওয়ামী লীগের সদস্যের নৌকার উঠান বৈঠকে ইভিএম নিয়ে বির্তকিত বক্তব্য ভাইরাল হয়। এতে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে, দ্বিতীয় দফায় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভোটের তারিখ ঘোষণা করে।
২৩ জুলাই সন্ধ্যায় তাঁতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয় এলাকার একটি উঠান বৈঠকে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় নেতা জোবায়দুল হক রাসেল বলেন, ভোট হবে ইভিএমে, কে কোথায় ভোট দেবে, তা কিন্তু আমাদের কাছে চলে আসবে। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশনেরও কিছু নাই। ওই সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম ফারুক তার পাশে বসা ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।