ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঝিনাইদহ পৌরসভার মেয়র হলেন স্বতন্ত্র প্রার্থী হিজল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
ঝিনাইদহ পৌরসভার মেয়র হলেন স্বতন্ত্র প্রার্থী হিজল

ঝিনাইদহ: ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বেসরকারিভাবে মেয়র পদে বিজয়ী হয়েছেন।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক।

ফলাফলে জানা যায়, নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল পেয়েছেন ২৫ হাজার ৭৫৩ ভোট। তার নিকটতম নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল খালেক পেয়েছেন ১৮ হাজার ৫৩৯ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। ৫০ থেকে ৫৫ ভাগ ভোট পোল হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে ভোট পোল কিছুটা কম হয়েছে।
পৌরসভার নয়টি ওয়ার্ডে ৪৭টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সীমানা জটিলতার মামলার অবসান ঘটিয়ে দীর্ঘ এক যুগ পর ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হলো।  

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।