সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, তিনটি সংরক্ষিত নারী সদস্য পদের বিপরীতে ১১ জন ও সাতটি সাধারণ সদস্য পদের বিপরীতে ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা পর্যন্ত চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে মোট ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন ও সহকারী রিটানিং কর্মকর্তা ফারাজী বেনজির আহমেদ।
মনোনয়নপত্র জমা দেওয়াদের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যবসায়ী খলিলুল্লাহ ঝড়ু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
খলিলুল্লাহ ঝড়ু সাতক্ষীরার দৈনিক পত্রদূত সম্পাদক ও সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দিন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।
এবারের নির্বাচনে জেলার ১ হাজার ৬১ জন ভোটার আগামী ১৭ অক্টোবর ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে জেলা পরিষদ নির্বাচনে ভোট দেবেন।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এসআরএস