ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ঢাকা: আদালতের আদেশে নোয়াখালী জেলা পরিষদের সব পদে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১১ অক্টোবর) ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান নির্বাচন স্থগিতের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে- মাননীয় আপিল বিভাগের সিএমপি নং ৭৫৮/২০২২ এর ২৮ সেপ্টেম্বর' ২০২২ তারিখের আদেশ প্রতিপালনার্থে ১৭ অক্টোবর ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য নোয়াখালী জেলা পরিষদের সব পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

সেই সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনও স্থগিত করেছে ইসি। ফলে ১৭ আগামী অক্টোবর ৫৯টি জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

>>> আরও পড়ুন: নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত
 

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
ইইউডি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।