ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

মৌলভীবাজারে আ’লীগ-বিএনপি-জাপার প্রার্থী চূড়ান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
মৌলভীবাজারে আ’লীগ-বিএনপি-জাপার প্রার্থী চূড়ান্ত

মৌলভীবাজার: আসন্ন পৌরসভা নির্বাচনে মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা ও কমলগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি (জাপা)।

মৌলভীবাজার সদরে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান (নৌকা), কুলাউড়া পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ কে এম শফি আলম সলমান, কমলগঞ্জে যুবলীগের সভাপতি জুয়েল আহমদ, বড়লেখায় উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আবুল ইমাম মো. কামরান চৌধুরী।



জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ বাংলানিউজকে জানান, দলের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের অনুরোধ করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান বাংলানিউজকে জানান, সদর মৌলভীবাজারে দলীয় প্রার্থী হিসেবে (ধানের শীষ) পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মো. অলিউর রহমান, কুলাউড়ায় উপজেলা বিএনপির (একাংশের) সভাপতি বর্তমান মেয়র মো. কামাল উদ্দিন আহমদ জুনেদ, কমলগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান মেয়র আবু ইব্রাহিম জমসেদ, বড়লেখা পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম মনোনয়ন পেয়েছেন।

মৌলভীবাজার জেলা জাতীয় পাটির সভাপতি সৈয়দ নরুল হক জানান, নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন-কুলাউড়ায় পৌর জাতীয় পার্টির সভাপতি মুহিবুর রহমান, কমলগঞ্জ উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম, বড়লেখা উপজেলা জাতীয় পাটির যুগ্ম আহ্বায়ক মীর মুজিবুর রহমান। এছাড়া সদর মৌলভীবাজার থেকে লাঙল প্রতীক নিয়ে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর মৌলভীবাজরসহ ২৩৪টি পৌরসভায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
আরএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।