ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

বরগুনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৪ জন প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, ডিসেম্বর ৬, ২০১৫
বরগুনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৪ জন প্রার্থী

বরগুনা: আসন্ন পৌরসভা নির্বাচনে বরগুনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন।

মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ দিন রোববার (৬ ডিসেম্বর) চারজনেরই মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে বরগুনা পৌরসভার রিটার্নিং অফিসার প্রকৌশলী মো. আবদুল্লাহ।



এরা হলেন-বরগুনা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ফারুক সিকদার, তার স্ত্রী ফেরদৌসী বেগম, তার ভাগ্নি ফরিদা বেগম ও ভাতিজা নজরুল ইসলাম বাবু। তারা সবাই একই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বর্তমান কাউন্সিলর ফারুক সিকদার বাংলানিউজকে বলেন, জনগণের দাবির পরিপ্রেক্ষিতে আমার পরিবারের চারজন কাউন্সিলর প্রার্থী হয়েছেন। তবে, সবাই মনোনয়ন প্রত্যাহার করে আমার হয়ে কাজ করবেন বলে আমি আশাবাদী।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।