ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

নির্বাচন

‘পৌরসভা নির্বাচনে আ’লীগ ভীত’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
‘পৌরসভা নির্বাচনে আ’লীগ ভীত’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ভীত হয়ে পড়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, বিএনপির প্রার্থীর বাড়ির উঠানের মিটিংয়েও তারা হামলা চালায়।

রোববার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

‘মহান বিজয় দিবস, বহুদলীয় গণতন্ত্র ও বর্তমান রাজনীতি’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল।

হান্নান শাহ বলেন, সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই মানুষ ধানের শীষে ভোট দেবে।

আওয়ামী লীগ দেশের মানুষকে বারবার বোকা বানায় মন্তব্য করে তিনি বলেন, দেশের স্বার্থ বিদেশিদের কাছে বিলিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে আওয়ামী লীগ।

বিএনপি সমর্থকরা মামলায় ভয় পান না উল্লেখ করে হান্নান শাহ আরও বলেন, সরকার নিজের নাগরিকদের গুম করছে, মিথ্যা তথ্য দিয়ে ক্রসফায়ার করাচ্ছে। একদিন এ সকল হত্যার হুকুমদাতাদের বিচার হবে।

প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির আর এক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সকল শ্রেণীর মানুষের মুখে শোনা যায়, ‘অথর্ব’ নির্বাচন কমিশনের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।

তিনি বলেন, জনগণের ভোটের অধিকার  পৌর নির্বাচনে প্রতিষ্ঠা পাবে তা আশা করা যায় না।

সংগঠনের সভাপতি মো. হানিফ বেপারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এফবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।